Uncategorized

কিভাবে ফ্রি ফায়ার গেমে বাংলাদেশ সার্ভারে একাউন্ট তৈরি করব?

Written by raselhsm

আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভাল আছেন। আমাদের মধ্যে অনেক ফ্রী ফায়ার প্লেয়ার আছেন যারা বাংলাদেশ সার্ভার টি আসার আগে অন্যান্য সার্ভারের রেজিস্ট্রেশন করে ওই সার্ভারের জিমেইল তৈরি করে ফ্রি ফায়ার গেমটি খেলতেন। কিন্তু সৌভাগ্যের বিষয় হলো আমরা বাংলাদেশি ফ্রী ফায়ার প্লেয়ারদের জন্য ইন্ডিভিজুয়ালি সার্ভার পেয়ে গেছি। এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে বাংলাদেশ সার্ভারে রেজিস্ট্রেশন করে ফ্রি ফায়ার গেমটি খেলব। আজকের আর্টিকেলে আমি আপনাদেরকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিব কিভাবে বাংলাদেশ সার্ভারের রেজিস্ট্রেশন করে সাবলীল ভাবে আপনার গেমটি খেলতে পারেন। আপনারা হয়তো অনেকেই ইউটিউব কিংবা গুগলে গিয়ে সার্চ করে লিখতে পারেন কিভাবে ফ্রি ফায়ার খেলার জন্য বাংলাদেশ সার্ভার রেজিস্ট্রেশন করবেন। আমি নিশ্চিত ভাবে বলতে পারি যদি আপনি এই আর্টিকেলটি পড়েন তাহলে আপনার রেজিস্ট্রেশন সম্পর্কে কোন ধরনের সমস্যা ফেস করবেন না আর আপনি সফলভাবে রেজিস্ট্রেশন কার্যটি সম্পন্ন করতে পারবেন। সেজন্য অনুরোধ থাকবে শেষ পর্যন্ত আর্টিকেলটি পড়ার।

প্রথম ধাপঃ

Super VPN

আপনি যদি সফলভাবে বাংলাদেশ সার্ভারে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে চান। তাহলে আপনাকে প্রথমে যেটি করতে হবে তা হলো প্রথমে চলে যাবেন আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে এরকম অনেক ভিপিএন রয়েছে যেগুলোর রিভিউ ডাউনলোড অনেক ভালো। আপনি আপনার পছন্দমত যেকোনো একটি ভিপিএন ডাউনলোড করতে পারেন। কিন্তু যদি আপনি আমাদেরকে অনুসরণ করতে চান তাহলে এখানে কয়েকটা ভিপিএনকে সাজেস্ট করবো সেগুলো ডাউনলোড করতে পারেন বা ইন্সটল করতে পারেন।

এখানে কয়েকটা ভিপিএন কে না লিখে শুধুমাত্র একটা ভিপিএনকেই সাজেস্ট করছি। আপনি গুগল প্লে স্টোরে যাওয়ার পর সার্চ বক্সে লিখুন Super VPN। লিখে সার্চ করার পর প্রথমেই যেই ভিপিএনটি আসবে সেটি ডাউনলোড বা ইন্সটল করুন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, সব ভিপিএনই অতিরিক্ত অ্যাড আসে যেগুলো আপনাকে দেখতে হতে পারে যেহেতু আপনি ভিপিএন গুলো ফ্রিতে ব্যবহার করতে চাচ্ছেন। আর যদি চান পেইড ভিপিএন ব্যবহার করতে তাহলে আপনার কোন ধরনের এড আসবে না বরং বিভিন্ন সার্ভারগুলো থেকে ভাল সার্ভিসও পাবেন।

আপনার সুপার ভিপিএনটি ইন্সটল করার পর ওপেন করবেন। ওপেন করার পর হয়তো প্রথমেই অ্যাড আসতে পারে, আর যদি অ্যাড না আসে তাহলে প্রথম যে ইন্টারফেসটি দেখতে পারবেন তার ডান পাশের উপরে দেখবেন কান্ট্রির আইকন। ওই আইকনের প্রেস করার পর বিভিন্ন দেশের সার্ভার দেখতে পাবেন। এখানে অবশ্যই আপনি সিঙ্গাপুর সার্ভার টি দেখতে পাবেন। আপনাকে অবশ্যই বাংলাদেশ সার্ভার থেকে রেজিস্ট্রেশন করতে হলে এই ভিপিএন এ সিঙ্গাপুর সার্ভারটি কানেক্টেড করতে হবে। ধরে নিলাম সিঙ্গাপুর সার্ভার টি কারেক্টেড করেছেন।

দ্বিতীয় ধাপঃ

Update Free Fire

দ্বিতীয় ধাপে আপনাকে পরামর্শ দিব যদি আপনার ফ্রী ফায়ার গেমটি আপডেট করা না থাকে তাহলে আপডেট করে নিন। আর যদি আপনার ফোনের মধ্যে আপডেট ভার্সন টি ইন্সটল করা থাকে তাহলে ফ্রি ফায়ার অ্যাপ ইনফো থেকে ডাটা ক্লিয়ার করে নিবেন। তারপর আপনার ফ্রী ফায়ার গেমটি সম্পূর্ণ নতুন ভাবে আসবে। হয়তো আপনি ইউটিউব বা গুগলে এরকম কন্টেন্ট পাবেন না যেখানে এত বিস্তারিত ভাবে বলা হয়েছে আশা করি। কারণ ইউটিউবার ভাইরা সবকিছু খোলামেলা বলে না। অনেক সময় এরকম অনেকে ফেস করে যে, ওই ইউটিউবার কে ফলো করার পরও সফলভাবে একটি অ্যাকাউন্ট তৈরি করতে পারেনা বাংলাদেশ সার্ভার থেকে। তাই আপনি অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে যে সমস্যাগুলো ফেস করতে পারেন সেই সমস্যা সমাধানের জন্য আগেই কি করতে হবে সেগুলো বলে দিলাম। ধরে নিলাম আপনার ফ্রী ফায়ার গেম টিকে আপডেট করে নিয়েছেন অথবা অ্যাপ ইনফো থেকে ডাটা ক্লিয়ার করে দিয়েছেন।

তৃতীয় ধাপঃ

প্রথম ও দ্বিতীয় ধাপ কমপ্লিট করার পর আপনি সরাসরি ফ্রি ফায়ার গেমটি ওপেন করুন। ওপেন করার পর আপনার সামনে সাইন ইন করার জন্য যে ইন্টারফেসটি আসবে নিচেই দেখতে পারবেন গেস্ট এবং মোর নামক দুটি অপশন। আর আজকের আর্টিকেলে আপনাদেরকে দেখাবো কিভাবে গেস্ট একাউন্ট তৈরি করতে হয় বাংলাদেশ সার্ভার থেকে।

Guest Account Of Free Fire

Guest Account Of Free Fire

এবার আপনি যা করবেন সেটি হল গেস্ট অপশনটিতে ক্লিক করবেন। গেস্ট অপশনটিতে ক্লিক করার পর অটোমেটিক্যালি আপনার অ্যাকাউন্টটি লগইন হয়ে যাবে। আর যদি চান যে আলাদা ভাবে নতুন একাউন্টে বাংলাদেশ সার্ভার যোগ করতে তাহলে নতুন একটি গুগল একাউন্ট তৈরি করে নিবেন। পরামর্শ থাকবে একটি নতুন গুগল একাউন্ট তৈরি করে তারপর ফ্রী ফায়ারে লগইন করুন। গেস্ট অপশনের ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক্যালি লগইন হওয়ার পর, উপরের স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটি অপশন আছে এর মধ্যে মাঝখানের অপশনটি হচ্ছে ইন্টারমিডিয়েট। এই ইন্টারমিডিয়েট অপশনটি সিলেক্ট করুন। সতর্কতার জন্য বলে রাখছি ভুলেও উপরের কিংবা নিচের টা সিলেক্ট করবেন না। মাঝখানের ইন্টারমিডিয়েট অপশন টা সিলেক্ট করুন। তারপর নিচেই ডান পাশে দেখতে পাবেন confirm নামক বাটন।

BanglaDesh Server

এখানে ক্লিক করুন। ক্লিক করার পর ডান পাশে একটি পপ আপ চলে আসবে সাথে ডিফল্ট নাম। আপনি চাইলে এই নামটি আপনার মত করে পরিবর্তন করে নিতে পারেন। নামটি যদি পরিবর্তন করতে না চান তাহলে নিচেই দেখতে পাবেন লেটস গো নামক বাটনটি। সেখানে ক্লিক করার পর আপনার সামনে চলে আসবে কয়েকটা দেশের নাম। এই যেমন সিঙ্গাপুর, নর্থ আমেরিকা, পাকিস্তান ও বাংলাদেশ। এখান থেকে অবশ্যই আপনাকে বাংলাদেশ নামটি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে কনফার্ম করার পরে আপনাদের সামনে একটি ইনফরমেশন অপশন চলে আসবে। এখান থেকে কনফার্ম করার জন্য ডান পাশে দেখতে পাবেন ওকে বাটন। ওকে বাটনে ক্লিক করার পরপরই দেখতে পাবেন আপনার সার্ভারটি একটু লোড নিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন হয়ে যাবে।

শেষ ধাপঃ

শেষে হলেও বলে রাখি যদি আপনি সার্ভার রেজিস্ট্রেশন করতে গিয়ে কোনো প্রকার নেটওয়ার্ক কানেকশন ইরোর পান। তাহলে অবশ্যই আপনাকে ভালো ইন্টারনেট কানেকশন এর সাথে সংযুক্ত থাকতে হবে। এর জন্য অবশ্যই অনেক কন্টেন্ট রয়েছে ইউটিউব কিংবা গুগলে যে ইন্টারনেট কানেকশন ভালো পাওয়ার জন্য কোন সিম বা কেমন ব্রডব্যান্ড ব্যবহার করা উচিত। যদি আপনি সফলভাবে বাংলাদেশ সার্ভারের সাথে যুক্ত হতে না পারেন তাহলে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে আপনার মোবাইলটি রিস্টার্ট দিন। যেই সিম আপনার মোবাইলে আছে সেই সিম থেকে আপনার ইন্টারনেট কানেকশনটি সেটিংস করে নিন। কারণ অনেক সময় ইন্টারনেট কানেকশনের কারণে আপনার সার্ভার টি এরর দেখাতে পারে।

বিঃ দ্রঃ বর্তমান সময়ে বাংলাদেশি সার্ভারের রেলস্টেশনের নামে অনেক হ্যাকার লিংক প্রচার করছে । সেই লিঙ্ক থেকে রেজিস্ট্রেশন করলে হ্যাকাররা তাদের ব্যক্তিগত আইডি হ্যাক করে নিচ্ছে । সুতরাং যে কোন লিংকে রেজিস্ট্রেশন করার আগে দেখে নিন ।

শেষ কথাঃ

যদিও বাংলাদেশ সার্ভারে নতুন অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে অনেকগুলো ধাপ অতিক্রম করতে হয় না। কিন্তু অনেক সময় আমরা অ্যাকাউন্ট তৈরি করতে গিয়ে বিভিন্ন ঝামেলায় পতিত হই। তাই আপনাদেরকে বলব পুরো আর্টিকেলটি পড়ে সেই ভাবেই অনুসরণ করে বাংলাদেশ সার্ভারের সাথে সফলভাবে একাউন্টটি যুক্ত করুন। তারপরেও যদি কোন প্রকার সমস্যার সম্মুখীন হন তাহলে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আপনার সমস্যার সমাধান নিয়ে আপনাকে একটি নতুন পূর্ণ আর্টিকেল উপহার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন ধন্যবাদ।

FAQs

প্রশ্নঃ ফ্রী ফায়ার বাংলাদেশ সার্ভার কবে আসবে?

উত্তরঃ আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশ সার্ভার রিলিজ হতে যাচ্ছে । কেননা তাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলের ভিডিও রিলিজ করেছে এবং সেখানে তারিখ রিলিজ করেছে জুনের ৮ তারিখ । কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে সকল বিষয়ে জানতে নিচে দেখতে থাকুন ।

প্রশ্নঃ বাংলাদেশ সার্ভারে রেজিস্ট্রেশন করলে কি কি ফ্রি থাকছে ?

উত্তরঃ গারেনা ফ্রী ফায়ার জানিয়েছে যে ফ্রিতে রেজিস্ট্রেশন করলেই অনেক কিছু ফ্রি থাকছে । লিজেন্ডারি পোশাক, মাক্স ইমোট, ব্যাক স্কিন সহ আরো অনেক কিছু ।

About the author

raselhsm

Leave a Comment