অনেকেই হয়তো ইউটিউবে বা google-এ গিয়ে কৌতূহলবশত সার্চ করে লিখতে পারেন কিভাবে ফ্রি ফায়ারে ইন গেম ডায়মন্ড টপ আপ করা যায়। হয়তো অনেক সময় আপনার এই সমস্যার সমাধান পাচ্ছেন না। আপনাদের সমস্যা সমাধানের জন্য আজকের এই আর্টিকেলটি সাজানো হয়েছে।আজকের আর্টিকেলে আমরা আলোচনা করব ফ্রি ফায়ারে ইন গেম টপ আপ কি, ইনকেম টপ-আপ করতে কি কি লাগে, সম্পূর্ণ বিস্তারিতভাবে। মনোযোগ দিয়ে পুরো আর্টিকেলটি পড়ার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক।
ফ্রি ফায়ারে ইন গেম টপ আপ কি?
ফ্রী ফায়ার ইনগেম টপ আপের মানে হল আপনি যখন ফ্রি ফায়ার গেম খেলতে গিয়ে ডায়মন্ড টপ আপ করার প্রয়োজন হয় তখন অন্য কারো শরণাপন্ন না হয় আপনি নিজে নিজে গেরিনা স্টোর থেকে নিজস্ব ডেবিট কিংবা মাস্টার কার্ড দিয়ে সরাসরি ডায়মন্ড টপ আপ করাকে বুঝায়। বুঝতে কঠিন হচ্ছে? আরো সহজ ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমরা হয়তো আশেপাশে আমাদের বন্ধু-বান্ধব বা আত্মীয়-স্বজনরা ফ্রী ফায়ার গেমটি খেলে থাকে সেটা দেখি, হয়তো আপনি দেখেছেন তারা অন্যজনের কাছ থেকে বিকাশ কিংবা অন্যান্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করে থাকে। কিন্তু আপনি চাচ্ছেন আপনার কাছে ডেবিট কার্ড কিংবা মাস্টার কার্ড আছে সেটির মাধ্যমে সরাসরি কারো সাহায্য ছাড়া নিজে নিজে ফ্রী ফায়ার গেম থেকে ডায়মন্ড টপ আপ করবেন। এটাকেই বলা হয় ফ্রী ফায়ার ইনগেম টপ আপ।
ফ্রি ফায়ার ইনগেম টপ আপ করতে কি কি লাগে?
আপনার মনে হয় তো অনেকগুলো প্রশ্ন জাগ্রত হতে পারে। ফ্রী ফায়ার ইনগেম টপ আপ কি অথবা এই টপ-আপ করতে কি কি লাগে? হয়তো ভাবছেন কেউ যদি আমাকে দেখিয়ে দিত বিস্তারিতভাবে তাহলে খুব সুবিধা হত। এখন তাহলে জেনে নেয়া যাক ফ্রী ফায়ার ইনগেম টপ আপ করতে কি কি লাগে?
- ভাল ব্র্যান্ডের একটি মোবাইল ফোন
- উন্নত ইন্টারনেট কানেকশন
- ডেবিট কার্ড বা মাস্টার কার্ড
- USA এর একটা জিমেইল একাউন্ট
- ভাল ব্র্যান্ডের একটি মোবাইল ফোন
আমরা সকলেই চাই আমাদের কাছে একটি ভাল ব্র্যান্ডের মোবাইল ফোন থাকুক। আর যখন গেইমিংয়ের কথা আসে তখন তো ভালো ফোন থাকাটা আবশ্যক। আর ভালো ফোনের বেলায় বলতে গেলে ভালো ব্যান্ডের কথাই আসে। তাই যখন আপনারা গুগল বা ইউটিউবে গিয়ে লিখেন কোন ব্রান্ডের ফোন গেমিং এর জন্য ভালো। হয়তো আপনারা অনেকে অনেক ধরনের ব্র্যান্ডকে পছন্দ করে থাকবেন। আপনাদের পছন্দের কথা মাথায় রেখে আমরা কোন নিজস্ব পরামর্শ দিতে চাচ্ছি না কারণ আপনাদের পছন্দ আপনারাই করবেন। ভালো করে গুগল বা ইউটিউবে রিসার্চ করে একটি ভালো ব্যান্ডের মোবাইল পছন্দ করবেন। পাশাপাশি মাথায় রাখবেন যাতে ওই ব্র্যান্ডের ফোনটির রেম রোম খুব ভালো হয়। কারণ গেমিং এর ক্ষেত্রে ফোনের রেম বেশি থাকাটা খুবই জরুরী।
এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে ফ্রী ফায়ার ইন গেম টপ আপ করার বেলায় ভালো ফোন থাকাটা বা ভালো ব্র্যান্ডের ফোন থাকার কথা আসবে কেনো? স্বাভাবিক!!! ভালো ব্র্যান্ডের ফোন থাকলে আপনি সহজেই ইন্টারনেট সার্ভিস পাশাপাশি অন্যান্য সার্ভিস গুলো খুব ভাল পাবেন। দেখা যাচ্ছে আপনি যখন ফ্রি ফায়ারে ইন গেম টপ আপ করতে যাবেন পেমেন্ট করার সময় ইন্টারনেট কানেকশন চলে গেল, তখন দুর্ভাগ্যবশত আপনার পেমেন্ট হলো না কিন্তু ডলার ঠিকই কেটে নিল তখন কি হবে? সেজন্য আমাদের পরামর্শ থাকবে আপনি একটি ভালো ব্র্যান্ডের ভালো রেম রোম দেখে একটি ফোন দিবেন। আশা করি তাতে আর কোনো প্রবলেম হবে না।
২। উন্নত ইন্টারনেট কানেকশন
এখন আপনার মাথায় প্রশ্ন আসতে পারে, উন্নত ইন্টারনেট কানেকশন আবার কি বা ফ্রী ফায়ার ইনগেম টপ আপ করতে উন্নত ইন্টারনেট কানেকশন কেন লাগবে? ভালো ব্র্যান্ডের একটি ফোনের পাশাপাশি আপনাকে অবশ্যই উন্নত ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ওই যে আগেই বললাম, যদি ফ্রী ফায়ার ইনগেম টপ আপ করতে গিয়ে সফলভাবে পেমেন্ট করতে না পারেন অথবা আপনার ডলার কেটে নিয়ে গেল কিন্তু টপ-আপ পেলেন না তাহলে কি হবে?
দেখা যাচ্ছে অনেক সময় অনেক মোবাইল ফোন অপারেটরগুলোর সস্তায় প্যাকেজ দিয়ে থাকে যে প্যাকেজগুলোর সঠিকভাবে ইন্টারনেট কানেকশন প্রোভাইড করে থাকে না। অথবা আপনার বাসায় যেয়ে ব্রডব্যান্ড কানেকশন রয়েছে সে ব্রডব্যান্ড কানেকশন মাঝে মাঝে ঠিকভাবে সার্ভিস দিয়ে থাকে না। এমতাবস্থায় আপনার ইন গেম টপ আপ করতে গিয়ে ঝামেলা সৃষ্টি হতে পারে। তাই আমাদের পরামর্শ থাকবে আপনার যেই ইন্টারনেট কানেকশন টা রয়েছে সেটি যাতে স্ট্যাবল হয়। আর তাছাড়া ফ্রী ফায়ার গেমিংয়ের ক্ষেত্রেও ইন্টারনেট কানেকশন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
৩। ডেবিট কার্ড বা মাস্টার কার্ড
আমরা ধরে নিলাম আপনার কাছে একটি ডেবিট কার্ড কিংবা মাস্টারকার্ড রয়েছে যেটির মাধ্যমে আপনি ফ্রি ফায়ার ইনগেম ডায়মন্ড টপ আপ করবেন। আর যদি আপনার কাছে ডেবিট কার্ড কিংবা মাস্টারকার্ড নাও থাকে কিভাবে ফ্রী ফায়ার ইন গেম ডায়মন্ড টপ আপ করবেন। অনলাইনে এরকম অনেক কোম্পানি পেয়ে যাবেন যারা ফ্রিতে ভার্চুয়াল মাস্টারকার্ড প্রোভাইড করবে। তাদের মধ্যে অন্যতম একটি কোম্পানি হচ্ছে Pyypl। এই কোম্পানি থেকে আপনি এক বছরের জন্য ভার্চুয়াল মাস্টারকার্ড প্রোভাইড করবে। তারপরও যদি আপনাদের জাতীয় পরিচয় পত্র না থাকে তাহলে তো মাস্টারকার্ড পাবেন না। চিন্তা করার কোনো কারণ নেই ওয়েবসাইটের মধ্যে গুগল প্লে কার্ড এর অনেকগুলো প্যাকেজ রয়েছে আপনি চাইলে সেখান থেকে একটি প্যাকেট সিলেট করে সরাসরি প্যাকেজ কিনে ফ্রী ফায়ার৷ ইন গেম ডায়মন্ড টপ আপ করতে পারবেন। আমাদের ওয়েবসাইট থেকে গুগল প্লে কার্ড কিনতে চাইলে নিচের লিংকে ক্লিক করুন।
৪। USA এর একটা জিমেইল একাউন্ট
বেশিরভাগ বাংলাদেশি ফ্রী ফায়ার প্লেয়াররা USA এর জিমেইল দিয়েই ফ্রী ফায়ার ইন গেম ডায়মন্ড টপ আপ করে থাকে। ঠিক একইভাবে আপনারও একটি USA এর জিমেইল থাকতে হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে কিভাবে USA এর জিমেইল পাবো বা পাবেন? চিন্তা করার কোনো কারণ নেই। আমরা খুব সহজেই দেখিয়ে দিব কিভাবে আপনি একটি USA এর একাউন্ট তৈরি করবেন।
USA এর তৈরি করার জন্য আপনাকে প্রথমে যেটি করতে হবে, আপনার ফোনটি যদি নতুন হয় তাহলে কোন সমস্যা নাই আর যদি পুরনো ফোন হয় আর তাতে অন্য কোন জিমেইল অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সে জিমেইল অ্যাকাউন্টের লগআউট করে ফেলুন সেটিংস থেকে। ধরে নিলাম আপনার মোবাইলে এখন কোন গুগল অ্যাকাউন্ট লগইন করা নেই। তবে আমাদের পরামর্শ থাকবে মোবাইলটি নতুনভাবে রিসেট মেরে নিন।
এখন আপনাকে করতে হবে যেকোনো একটি VPN ডাউনলোড। আমাদের পরামর্শ থাকবে প্লে স্টোর থেকে Turbo VPN টি ডাউনলোড করার। আর যদি আপনি পেইড VPN ইউজ করতেছেন সেটাও করতে পারেন। Turbo VPN ডাউনলোড করার পর অ্যাপ টিতে প্রবেশ করুন। অ্যাপ টিতে প্রবেশ করার পর USA এর নেটওয়ার্ক সিলেক্ট করুন। তারপর কানেক্ট করে বাইরে বেরিয়ে চলে আসুন। তারপর প্লে স্টোরে ঢুকে নতুন করে USA এর নাম দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করুন। আশা করি আপনি জিমেইল একাউন্ট কিভাবে তৈরি করতে হয় জানেন। আর যদি সেই বিষয়ে অজ্ঞ হয়ে থাকেন তাহলে ইউটিউব বা গুগল গিয়ে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয় দেখে নিন। ইউটিউবে এরকম অনেক ভিডিও রয়েছে যেখানে আপনি পেয়ে যাবেন কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে হয়। নিচে একটা Keyword লিখে দিচ্ছি এটা কপি করে ইউটিউবে সার্চ বক্সে গিয়ে পেস্ট করুন আর সার্চ করুন, অনেক ভিডিও পেয়ে যাবেন।
“কিভাবে বাংলাদেশ থেকে USA এর জিমেইল একাউন্ট তৈরি করা যায়?”
৫। ফাইনাল কাজ
আশা করছি উপরের সব গাইডলাইন আপনি বুঝে গেছেন। এখন আপনাকে করতে হবে আসল কাজ। আপনার যদি সরাসরি মাস্টার কার্ড থাকে তাহলে মাস্টার কার্ড দিয়ে গুগল প্লে স্টোর থেকে গুগল প্লে কার্ড কিনে নিতে পারেন। আর যদি মাস্টার কার্ড না থাকে তাহলে উপরে দেওয়া আছে কিভাবে মাস্টার কার্ড নিবেন আর যদি সেটার ব্যবস্থাও না থাকে, তাহলে আপনি চাইলে আমাদের ওয়েবসাইট থেকে গুগল প্লে কার্ড কিনে নিতে পারেন। ইউটিউবে এরকম অনেক ভিডিও রয়েছে যেখানে আপনাকে দেখিয়ে দিবে কিভাবে গুগল প্লে কার্ড বা মাস্টার কার্ড দিয়ে ডলার এড করবেন।গুগল প্লে কার্ড এড করার পর আপনি খুব সহজেই ফ্রী ফায়ার ইন গেম ডায়মন্ড টপ আপ করতে পারবেন।
শেষ কথা
আশা করছি এই আর্টিকেলটি পড়ার পর আপনার ফ্রী ফায়ার ইন গেম টপ-আপ নিয়ে কোন ঝামেলা থাকবে না। তারপরও যদি এই বিষয়ে কোন প্রশ্ন থাকে নিচের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আমরা চেষ্টা করব সেই বিষয়ের উপরে পূর্ণ একটি আর্টিকেল আপনাকে উপহার দেওয়ার জন্য। ধন্যবাদ।