Uncategorized

কিভাবে অ্যাপের মাধ্যমে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করব?

Written by raselhsm

আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সকলেই ভাল আছেন। আমাদের মধ্যে এমন অনেক ফ্রী ফায়ার প্লেয়ার আছেন যারা চাচ্ছেন ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করবেন। হয়তো আপনার সমসাময়িক কিছু ফ্রি ফায়ার ডায়মন্ড টপ ব্যবসায়ী আছেন তাদেরকে ফলো করে তাদের মত করে একটি অ্যাপ বানিয়ে বা ওয়েবসাইট বানিয়ে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ ব্যবসা করতে চান। কিন্তু ভাবছেন কিভাবে তারা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ-আপ অ্যাপ বানায় কিভাবে তারা এই অ্যাপ ম্যানেজমেন্ট করেন। আজকের আর্টিকেলে আলোচনা করব কিভাবে অ্যাপের মাধ্যমে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করবেন। নিচের প্রত্যেকটি দিকনির্দেশনা অনুসরণ করুন ইনশাআল্লাহ আপনিও একজন সফল ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসায়ী হতে পারবেন। তাহলে চলুন শুরু করা যাক।।।

প্রথম ধাপঃ

প্রথমে আপনাদেরকে যে কথাটি বলব সেটি দেখে অবাক হবেন না বা নিজেকে দুর্বল ভাববেন না। যদি আপনি কোন ওয়েবসাইট ছাড়া ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ অ্যাপ বানাতে চান তাহলে আপনাকে নিশ্চয়ই এন্ড্রয়েড স্টুডিও সম্পর্কে ধারণা থাকতে হবে। শুধু ধারণা নয় এটাতে ভালো পরিমাণের দক্ষতা ও থাকতে হবে। আর যদি চান যে আপনার দক্ষতা না থাকলে অন্য কোন হায়ার করা ফ্রিল্যান্সার দিয়ে একটি অ্যাপ বানাবেন তাহলে সেটাও করতে পারেন। তবে আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে সহজ পন্থায় প্রথমে ওয়েবসাইট তৈরি করে তারপর ওই ওয়েবসাইটকে অ্যাপ এ পরিণত করে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করবেন।

একটি ওয়েবসাইট বানানোর জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে, যেকোনো একটি ভাল কোম্পানি থেকে ডমিন- হোস্টিং কিনতে হবে। আর আপনি যেহেতু ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে ভালো একটি কোম্পানির থেকে ডমিন- হোস্টিং কিনাটাই উত্তম হবে। আমি নিচে কয়েকটি কোম্পানিকে মেনশন করবো সেখান থেকে আপনি আপনার ইচ্ছামত ডোমিন কিনে নিতে পারবেন। বাংলাদেশও কিছু ডোমেইন-হোস্টিং প্রোভাইডার কোম্পানি আছে যেগুলো থেকে আপনি চাইলে ডোমিন হোস্টিং নিতে পারেন। বাংলাদেশের কয়েকটি ডোমিন হোস্টিং কোম্পানির নামও নিচে মেনশন করা হবে।

ওয়েব হোস্টিং কোম্পানি

Dianahost

NameCheap

এখন কথা হচ্ছে ডোমেইন ও হোস্টিংয়ের কোম্পানিতে পেলেন। আপনাকে একটি সুন্দর ডোমেইন নাম পছন্দ করতে হবে। যেহেতু আপনি ফ্রী ফায়ার ডায়মন্ড টপ ব্যবসা করতে চাচ্ছেন সেই ক্ষেত্রে অবশ্যই আপনার ফ্রী ফায়ার টপ আপ সম্পর্কিত একটি ডোমেইন নাম পছন্দ করতে হবে। আপনার ডোমেইন নামটি যদি সুন্দর হয় তাহলে আপনি সহজেই আপনার অডিয়েন্সের ব্রেইন ওয়াশ করতে পারবেন। ডোমেনিন টি ছোট এবং আকর্ষণীয় হলে আপনার ট্রাফিক আসবে আর ওই ট্রাফিক গুলো আপনার ওই ডোমেইনের নাম মুখস্ত করে নিবে। তাই পরামর্শ থাকবে সুন্দর একটি জমির নাম সিলেক্ট করুন আপনার ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসায়ের জন্য।

দ্বিতীয় ধাপঃ

ধরে নিলাম উপরোক্ত যে কোন একটি কোম্পানি থেকে আপনি ডোমেইন ও হোস্টিং কিনেছেন। এখন কথা থাকতে পারে অন্যান্য যে কোম্পানিগুলো আছে ডোমেইন ও হোস্টিং দিয়ে থাকে তাদের তো আসলে মোবাইল ব্যাংকিং তথা বিকাশ রকেট ও নগদ এর মাধ্যমে পেমেন্ট করা যায় না। আপনার কাছে যদি একটি মাস্টার কার্ড না থাকে তাহলে বাংলাদেশী যেই ওয়েবসাইটগুলো রয়েছে সেখান থেকে মোবাইল ব্যাংকিং তথা বিকাশ রকেট ও নগদের মাধ্যমে পেমেন্ট করে ডমিন- হোস্টিং নিতে পারেন। তবে পরামর্শ থাকবে আপনি একটি মাস্টারকার্ড ম্যানেজ করে ডলারের মাধ্যমে ভালো একটি ডোমিন হোস্টিং প্রোভাইডার কোম্পানি থেকে পারচেজ করুন। কারণ ওইসব কোম্পানিগুলো ভালো মানের হোস্টিং প্রোভাইড করে থাকে। আপনার ওয়েবসাইটের কন্টেন্টের উপর ডিপেন্ড করে আপনার টাফিক আসবে যদি অতিরিক্ত মাত্রা ট্রাফিক আসে আর যদি হোস্টিং ভালো না হয় তাহলে আপনার সাইট এর স্পিড কমে যেতে পারে। যেটা google ভালো চোখে দেখেনা। আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে যে কোম্পানিগুলো মাস্টার কার্ড তথা ডলারের মাধ্যমে ডমিন ও হোস্টিং প্রোভাইড করে থাকে সেখান থেকে পারচেজ করুন।

তৃতীয় ধাপঃ

আপনার ডোমেইন-হোস্টিং কিনা হয়ে গেলে যেই ওয়েবসাইট থেকে ক্রয় করবেন সেখানে অবশ্যই আপনাকে কন্ট্রোল প্যানেল তথা সি প্যানেল নামে অপশনটি দিয়ে দিবে অটোমেটিক্যালি। ঐশী প্যানেলে গিয়ে আপনি আপনার মত করে ওয়ার্ডপ্রেস ইন্সটল করে নিন। এ বিষয়ে হয়তো লিখে অতটা বোঝানো সম্ভব নয়। তাই পরামর্শ থাকবে গুগল কিংবা ইউটিউবে গিয়ে লিখুন কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করতে হয়। গুগল ভাই ইউটিউবে এরকম অনেক কন্টেন্ট পেয়ে যাবেন যেখানে সাবলীল ভাবে বাংলা ভাষায় দেখিয়ে দেওয়া হয়েছে কিভাবে সহজে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করতে হয়।

চতুর্থ ধাপঃ

ধরে নিলাম আপনি গুগল বা ইউটিউব থেকে দেখে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট সেটআপ করে নিয়েছেন। আমাদের পক্ষ থেকে সুন্দর ভাবে ওয়েবসাইট সাজানোর জন্য পরামর্শ থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্লাগিন ইন্সটল করতে।

সর্বপ্রথম আপনাকে ওয়ার্ডপ্রেস সাইটে গিয়ে লগইন করে একটি থিম ইন্সটল করতে হবে। আপনার যদি কোন পছন্দের থিম থাকে বা কোন থিম পারচেজ করা থাকে সেই থিম ও ব্যবহার করতে পারেন। আর যদি চান যে ফ্রিতে থিম ব্যবহার করে আপনার সাইটের স্পিডকে আরো বাড়াতে তাহলে আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে। Astra নামক এই থিমটি ব্যবহার করার জন্য অনুরোধ থাকবে। কারণ এই থিমটি খুবই জনপ্রিয় একটি থিম। এই থিমের মধ্যে অনেক জনপ্রিয় ফ্রী টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি আপনার অন্যান্য গেমিং ওয়েবসাইট এর জন্য ব্যবহার করতে পারেন। এর মধ্যে কিছু প্রিমিয়াম টেমপ্লেট রয়েছে যেগুলো আপনি ডলারের মাধ্যমে পারচেজ করে ব্যবহার করতে পারেন। এখানে আমরা কোন নির্দিষ্ট টেমপ্লেট কে সাজেস্ট করব না। আপনি চাইলে আপনার পছন্দমত যেকোনো একটি ফ্রি ট্যাবলেট ব্যবহার করে আপনার সাইটটিকে সাজিয়ে নিতে পারেন। আশা করি আপনি আমাদের পরামর্শ অনুযায়ী যে কোন একটি টেমপ্লেট ব্যবহার করে ফেলেছেন। এই সিম নিয়ে ইউটিউবে অনেক টিউটোরিয়াল রয়েছে যেখান থেকে আপনি দেখে দেখে আপনার সাইটটিকে সাজিয়ে নিতে পারেন।

তারপর একটি প্লাগিন ইন্সটল করার কথা বলব সেটি হলো Elementor। এটি একটি এমন জনপ্রিয় প্লাগিন যার মাধ্যমে আপনি সহজে যেকোনো ধরনের পেজ বিল্ড করতে পারবেন। যেহেতু আপনি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা এর জন্য ওয়েবসাইট তৈরি করছেন সেজন্য এই প্লাগিনের কোন তুলনা হয় না। এই প্লাগিনের ইন্টারফেস এতই সিম্পল যে আপনি আপনার মত আপনার পেজকে কাস্টমাইজ করে নিতে পারবেন।

এই প্লাগিনের মাধ্যমে আপনি তিনটি সহজ পেজ তৈরি করে নিন। প্রথম যে পেজটি তৈরি করবেন সেই পেজের মধ্যে আপনার ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপের প্যাকেজ গুলো সুন্দর ভাবে সাজিয়ে নিন। প্যাকেজের যেই ইমেজগুলো থাকবে সেগুলো ফটোশপ থেকে সুন্দরভাবে এডিট করে নিয়ে নিন। আপনি নিজে যদি এডিটিং জানেন তাহলে ভালো আর যদি না জানেন তাহলে যে কোন একটি গ্রাফিক্স ডিজাইনার হায়ার করে কাজ করে নিতে পারেন।

তারপর দ্বিতীয় যে পেজটি নিয়ে কাজ করবেন সেটি হল, পেমেন্ট মেথড অপশন। অবশ্যই পেমেন্ট মেথড অপশন অন্তর্ভুক্ত করার আগে আপনার ওয়েবসাইটের টান্স এন্ড কন্ডিশন নিচে অথবা উপরে মেনশন করে দিন। এই পেজের মধ্যে অবশ্যই আপনি তিনটি মোবাইল ব্যাংকিং তথা বিকাশ রকেট ও নগদ অপশন রাখবেন। আপনার কাস্টমার তাদের অ্যাকাউন্ট অনুপাতে যে কোন প্যাকেজ পারচেজ করবে। তারপর পরামর্শ থাকবে এই পেজের সর্বনিম্নে Proceed Now নামক বাটনটি অন্তর্ভুক্ত করবেন। এই বাটনের মধ্যে অবশ্যই পরবর্তী পেজের লিংক এড করবেন। সর্বশেষ যে পেজটি বানাবেন সেই পেজটি হবে কংগ্রাচুলেশন পেজ অথবা থ্যাঙ্ক ইউ পেজ। যদি এর সাথে লিখে দেন ৫ থেকে ৩০ মিনিটের ভিতরে আপনার ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ প্রোভাইড করা হবে। তাহলে এই পেজটি আরও বিশ্বস্ত হয়ে যাবে।

পঞ্চম ধাপঃ

আপনার ওয়েবসাইটের সম্পূর্ণ কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার প্রথম যেই পেজটি ক্রিয়েট করেছেন ওই পেজটি দিয়েই আপনি একটি পরিপূর্ণ অ্যাপ তৈরি করতে পারবেন। কারণ মোট তিনটি পেজে একটা পেইজের সাথে আরেকটা পেজ কানেক্টেড থাকবে। এখন শুধু আপনার ওয়েবসাইটের এই তিনটি পেজকে অ্যাপের রূপান্তর করাই হলো কাজ। গুগল বা ইউটিউবে এরকম অনেক কন্টেন্ট পেয়ে যাবেন যেখানে ওয়েবসাইট থেকে সহজে এবং কম সময়ে অ্যাপ এ পরিণত করতে পারেন। যেকোনো একটি টিউটোরিয়াল দেখে শুধুমাত্র চার পাঁচ লাইনের কোডিং করে আপনার ওয়েবসাইটকে অ্যাপের রূপান্তর করে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ ব্যবসা করতে পারবেন।

লিখিতভাবে হয়তো কোডিং লিখে দিলে পারবেন না তাই পরামর্শ থাকবে যে কোন একটি ভিডিও কে অনুসরণ করে আপনার ওয়েবসাইটকে top up app এ পরিণত করুন। তারপর আপনার যদি মাস্টার কার্ড থাকে সেই মাস্টার কার্ড দিয়ে গুগলে একটি পঞ্চম একাউন্ট তৈরি করে সেখানে আপনার অ্যাপটি পাবলিশ করুন। আপনার যদি মাস্টার কার্ড না থাকে তাহলে অবশ্যই আপনার মাস্টার কার্ড ম্যানেজ করতে হবে আর যদি আপনার পরিবারের বা আত্মীয়স্বজনের কারো মাস্টার কার্ড থাকে সেই মাস্টার কার্ড দিয়েও আপনি গুগল কনসোল একাউন্ট তৈরি করতে পারবেন। একটি কথা মাথায় রাখবেন মাস্টার কার্ড ব্যতীত প্লে স্টোরে গুগল একাউন্ট তৈরি করা যায় না। তাই আপনার ব্যবসায়ের স্বার্থে অবশ্যই একটি মাস্টার কার্ড ব্যবস্থা করুন।

এখন যদি আপনি ভেবে থাকেন যে আমি যেভাবে ওয়েবসাইটের মধ্যে পেজগুলো ফিল্ড করেছি অ্যাপ এর মধ্যেও কি একই রকম ভাবে দেখা যাবে?

হ্যাঁ আপনি যেভাবে আপনার পেজগুলো সাজাবেন ঠিক ওই ভাবেই অ্যাপের মধ্যেও পেজগুলো শো করবে।তাই খেয়াল রাখতে হবে পেজগুলো আপনি কিভাবে সাজিয়েছেন সুন্দরভাবে সাজানো অবশ্যই অ্যাপের মধ্যে ইন্টারফেস গুলো সুন্দর ভাবেই আসবে।

শেষ কথাঃ

আমরা চেষ্টা করেছি উপরোক্ত আলোচনায় আপনাকে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দেওয়া কিভাবে অ্যাপের মাধ্যমে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করবেন। আপনি প্রত্যেকটা ধাপ অনুসরণ করে একজন সফল ফ্রী ফায়ার top up ব্যবসায়ী হয়ে উঠতে পারেন। তাই আপনার কাঙ্খিত ব্যবসায়ের জন্য পরিপূর্ণ আর্টিকেলটি পড়ার জন্য ধন্যবাদ। ফ্রী ফায়ার সম্পর্কিত যদি কোন প্রশ্ন থাকে তাহলে জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উপর ভিত্তি করে পরিপূর্ণ একটি আর্টিকেল উপহার দেওয়ার।

About the author

raselhsm

Leave a Comment