Uncategorized

ফ্রি ফায়ার সার্ভার লিস্ট

Written by raselhsm

বর্তমান সময়ে আমাদের তরুন তরুণিরদের মধ্যে এমন কেউ নেই যারা ফ্রি ফায়ার গেমটির নাম জানে না। বর্তমানে প্লে স্টোরে গ্রেরিনে ফ্রী ফায়ার প্রায় এক বিলিয়ন ছাড়িয়ে গেছে। আর দিন যত যাচ্ছে এর জনপ্রিয়তা বাড়ছে আর বাড়ছে। ফ্রী ফায়ার এর একমাত্র কম্পিটিটার গেম ধরা হয় pubg গেম কে। তবে ব্যবহারের দিক থেকে ফ্রি ফায়ার পাবজি থেকেও বেশি এগিয়ে আছে।

যেহেতু ফ্রি ফায়ার গেম এর ব্যবহারের সংখ্যা pubg থেকে অনেক বেশি সেই ক্ষেত্রে এর সার্ভারের লোড ক্ষমতা অনেক বেশি তুলনামূলকভাবে। দেখা যাচ্ছে যে এক সার্ভার থেকে এত বেশি ব্যবহারকারীর কারণে সার্ভার লোড নিতে কষ্ট হয়। তাই এ সমস্যা সমাধানের জন্য গেরিনার ফ্রী ফায়ার অনেকগুলো সার্ভার লঞ্চ করেছে। সম্প্রতি দেখা যাচ্ছে যে ফ্রী ফায়ার সার্ভার অন্যান্য গেমের তুলনায় হাজারগুন বেশি। যার কারণে খুব সহজেই এই গেমকে মেইনটেনেন্স করা যায়। আর গেরিনা ফ্রি ফায়ার এতগুলো সার্ভার প্রোভাইড করার কারণে ফ্রি ফায়ার প্লেয়াররাও গেমটাকে ভালোভাবে উপভোগ করতে পারে।

মূলত ফ্রী ফায়ার সার্ভার কোন একটি নির্দিষ্ট দেশের জন্য দেওয়া হয় না। মুষ্টিমেয় কিছু সংখ্যক দেশকে মিলিয়ে একটি সার্ভার দেওয়া হয়। কিন্তু যে দেশের ফ্রি ফায়ার গেম খেলার প্লেয়ার বেশি ওই সার্ভারটি ওই দেশের নামে পরিচিতি লাভ করে। উদাহরণস্বরূপ যদি বলা হয় ফ্রী ফায়ার ইন্ডিয়ান সার্ভারে শুধুমাত্র ইন্ডিয়ান ফ্রি ফায়ার প্লেয়ার রাই খেলে না। দেখা যাচ্ছে এখানে নেপাল ভুটান সহ আরো অন্যান্য দেশের প্লেয়াররাও খেলে থাকেন। যেহেতু ইন্ডিয়ান প্লেয়াররাই বেশি খেলে তাই এ সার্ভার টি ইন্ডিয়ান সার্ভার নামে পরিচিত।

ফ্রী ফায়ার সার্ভার কি?

প্লে স্টোরে এমন অনেক গেম রয়েছে যেগুলো অনলাইন ভিত্তিক। আর অনলাইন ভিত্তিক গেমগুলোকে সচল রাখার জন্য তাকে কোন না কোন কম্পিউটার সিস্টেমের সাথে সংযোগ রাখতে হয়। যাতে করে ইন্টারনেট ব্যবহারকারী ইন্টারনেটের মাধ্যমে ওই একটা নির্দিষ্ট কম্পিউটার নেটওয়ার্কের সাথে যুক্ত থাকতে পারে। একইভাবে ফ্রি ফায়ার গেমটিও কোনো না কোনো কম্পিউটার সিস্টেমে পোস্ট করা হয়েছে যাতে করে ফ্রি ফায়ার প্লেয়াররা ইন্টারনেটের সাথে যুক্ত হয়ে সার্ভারের সাথে তথ্য আদান প্রদান করতে পারে। আর এটাকেই ফ্রী ফায়ার সার্ভার বলে।

যদি আরও সহজ ভাষায় বোঝাই, ফিফার গেমের সকল ধরনের ডাটা কোন না কোন কম্পিউটার সিস্টেম এর মধ্যে মজুদ রয়েছে। আর এই ফ্রী ফায়ার গেমের ডাটা সেভ করার জন্য যে কম্পিউটার সিস্টেম ব্যবহার করা হয় তাকেই প্রিফার সার্ভার বলা হয়। ফ্রী ফায়ার এ এমন অনেক সার্ভার রয়েছে যেগুলো স্থান-কাল পাত্র ভেদে ভাগ করা হয়ে থাকে। যদি স্পষ্ট ভাবে বুঝাতে চাই তাহলে বলতে হবে ফ্রী ফায়ার গেম এর মধ্যে স্কোর বা ডু মুডে এক এক জন একেক ভাষায় যদি কথা বলে তাহলে হয়তো বুঝতে সমস্যা হবে। তাছাড়া গেমের মধ্যে অনেক সময় বিভিন্ন রকমের ইভেন্ট আসে। এই যেমন রমাদান ইভেন্ট হলি ইভেন্ট রেম্পেজ ইভেন্ট ইত্যাদি ইত্যাদি। আর এইসব ইভেন্টগুলো কোন একটা নির্দিষ্ট দেশের সংস্কৃতির ওপর নির্ভর করেই আসে।

যাইহোক অনেক কথা বললাম এবার আলোচনা করব ফ্রী ফায়ার সার্ভার লিস্ট নিয়ে।

ফ্রী ফায়ার সার্ভার লিস্ট

যেহেতু ফ্রি ফায়ার প্লেয়ার এর সংখ্যা অন্যান্য গেমের তুলনায় অনেক বেশি তাই এর মেইনটেনেন্স এর সুবিধার জন্য ফ্রি ফায়ার অনেকগুলো সার্ভার প্রোভাইড করেছে। স্থান-কাল পাত্র ভেদে এক একটা সার্ভার এক একটা থেকে আলাদা। এই যেমন সাভারের মধ্যে আইটেমের দাম ইভেন্ট এক একটা এক এক রকম হয়ে থাকে। যদিও আহামরি জিনিসের ভিন্নতা পাওয়া যায় না অধিকাংশ জিনিসের মিল পাওয়া যায়। লক্ষ্য করলে দেখা যায় কোন একটা নির্দিষ্ট সার্ভারে কোন নির্দিষ্ট ইভেন্ট আসলে ওই একই ইভেন্ট অন্য সার্ভারের আসতে হয়তো দেরী হয় আবার কোন এক সময় দেখা যায় ওই ইভেন্ট আসে না অন্য সার্ভারে। এ সকল ভিন্নতা সম্পর্কে জানবো ফ্রী ফায়ার সার্ভার লিস্টে। তাহলে চলুন শুরু করা যাক।

বর্তমান সময়ে গেলিনা প্রিপারের ১৪ টি সারভার রয়েছে হয়তো দিন যাচ্ছে এর সংখ্যা বাড়তে পারে। সেগুলো হলোঃ

  • ফ্রি ফায়ার বাংলাদেশ সার্ভার
  • ফ্রি ফায়ার ইন্ডিয়া সার্ভার
  • ফ্রি ফায়ার পাকিস্তান সার্ভার
  • ফ্রি ফায়ার ব্রাজিল সার্ভার
  • ফ্রি ফায়ার থাইল্যান্ড সার্ভার
  • ফ্রি ফায়ার মিডিল ইস্ট সার্ভার (মিনা সার্ভার)
  • ফ্রি ফায়ার মেক্সিকো সার্ভার (ল্যাথাম সার্ভার)
  • ফ্রি ফায়ার তাইওয়ান সার্ভার
  • ফ্রি ফায়ার রাশিয়া সার্ভার
  • ফ্রি ফায়ার ইউরোপ সার্ভার
  • ফ্রি ফায়ার ইন্দোনেশীয়া সার্ভার
  • ফ্রি ফায়ার মালোয়শিয়া সার্ভার
  • ফ্রি ফায়ার ভিয়েতনাম সার্ভার
  • ফ্রি ফায়ার সিংগাপুর সার্ভার

এখানে প্রায় ১৪ টি সার্ভার রয়েছে কিন্তু আশা করা যায় গ্যারিনা ফ্রী ফায়ার আরো কিছু নতুন সার্ভার যোগ করবে। হয়তো কিছু সার্ভার অলরেডি এসেও গেছে কিন্তু অফিসিয়ালি সেগুলো অ্যানাউন্সমেন্ট করা হয়নি।

আমরা ফ্রি ফায়ার প্লেয়াররা হয়তো সবাই জানি ফ্রী ফায়ার এ সিঙ্গাপুর সার্ভারটি ডিফল্টভাবে থাকে। আর সিঙ্গাপুর সার্ভার কে ডিফল্টভাবে থাকায় অনেক সময় এই সার্ভার টি পূর্ণাঙ্গভাবে লোড নিতে পারে না যার কারণে অনেক সময় ভিপিএন ব্যবহারের মাধ্যমে সার্ভার আপডেট করে ফ্রি ফায়ার গেমটি খেলতে হয়। এখন জানব সর্বশেষ ফ্রী ফায়ার আপকামিং সার্ভার লিস্ট-

  • গেরিনা ফ্রী ফায়ার আপকামিং সার্ভার লিস্ট
  • ইন্ডিয়া সার্ভার আপডেট
  • জাপান সার্ভার
  • আফ্রিকান সার্ভার
  • অস্ট্রেলিয়া সার্ভার
  • আমেরিকা ও সাউর্থ আমেরিক সার্ভার

বিশেষ দ্রষ্টব্য: উক্ত সার্ভারগুলো আসবে কিনা অফিসিয়ালি প্রমাণিত নয়।

ফ্রী ফায়ারে বাংলাদেশ সার্ভারঃ

আমাদের বাংলাদেশী ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য এটা হচ্ছে সবচেয়ে বড় পাওয়া যে আমাদের বাংলাদেশীদের জন্য ডেডিকেটেডলি একটি সার্ভার রয়েছে। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো ফ্রী ফায়ার বাংলাদেশ সার্ভারে অন্য কোন দেশের ফ্রী ফায়ার প্লেয়াররা খেলতে পারেন না। তবে আশা রাখা যায় পরবর্তীতে বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ও এই সার্ভারে যুক্ত করা হতে পারে। তবে বাংলাদেশের সার্ভারের সাথে ইন্ডিয়ার সার্ভার অনেক মিল রয়েছে।

ফ্রী ফায়ার ইন্ডিয়ান সার্ভারঃ

আপনারা হয়তো অনেকেই জানেন না ইন্ডিয়ান সার্ভারটি ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সার্ভার। এই সার্ভার এর মধ্যে ইন্ডিয়া ও নেপাল দুই দেশের প্লেয়াররা খেলে। এই ছাগলের মধ্যে অন্যান্য সার্ভারের তুলনায় সংখ্যায় অনেক বেশি ব্যবহার করে রয়েছে। বাংলাদেশ সার্ভার তৈরি করার আগে বাংলাদেশী ফ্রী ফায়ার প্লেয়াররা ইন্ডিয়ান সার্ভারে ফ্রী ফায়ার গেমটি খেলতো।

ফ্রী ফায়ার পাকিস্তান সার্ভারঃ

ফ্রী ফায়ার পাকিস্তান সার্ভার টি সম্পূর্ণ নতুন একটি সার্ভার। ইস সার্ভার টি মূলত পাকিস্তানী ফ্রীফার প্লেয়ারদের জন্য তৈরি করা হয়েছে। তবে বাংলাদেশ সার্ভার দেওয়ার আগে এই সার্ভার দেওয়া হয়। মাঝে মাঝে অনেককে বলতে শুনি পাকিস্তান সার্ভারকে লাকি সার্ভার বলা হয়। এই সার্ভার এর মধ্যে এমন কিছু আইটেম বা রিওয়ার্ড ফ্রিতে দেওয়া হয় যা অন্য সার্ভার এর মধ্যে কিনে নিতে হয়।

ফ্রী ফায়ার ব্রাজিল সার্ভারঃ

আপনারা হয়তো জানেন না ব্রাজিল সার্ভার টি অন্য সকল সার্ভার থেকে একটু ভিন্ন। এই সার্ভারের সবচেয়ে ভিন্নতর বিষয়টি হচ্ছে এই সার্ভারে কোন গান স্কিনের এপ্রিবিউট থাকে না। এছাড়াও ই স্পোর্টস এর দিক থেকে এই সার্ভারটি অন্যান্য সার্ভার থেকে অনেক গুনে গিয়ে।

ফ্রী ফায়ার থাইল্যান্ড সার্ভারঃ

ফ্রী ফায়ার থাইল্যান্ড সার্ভারটি আর দশটা অন্যান্য সার্ভারের মতোই। এ সার্ভারটি মূলত থাইল্যান্ড এবং এই দেশে গুলো নিয়ে তৈরি।

ফ্রী ফায়ার মিনা সার্ভারঃ

আপনারা হয়তো জানেন না মিডিল ইস্ট সার্ভারকে মিনা সার্ভার বলা হয়। এ সার্ভারটি মূলত ব্যবহার করে জনপ্রিয় ফ্রী ফায়ার প্লেয়াররা। লিজেন্ট টাইপের গেমার রা এই সার্ভারে খেলে থাকেন।

ফ্রী ফায়ার মেক্সিকো সার্ভারঃ

মেক্সিকো সার্ভার নিয়ে বাংলাদেশি কিংবা ইন্ডিয়ান প্লেয়াররা খেলে থাকেন না বা এই সার্ভার নিয়ে কোন ব্লক লেখা হয়নি তাই এই সার্ভার নিয়ে কোন নির্দিষ্ট তথ্য আমরা দিতে পারছি না। তবে এতোটুকু ধরা যায় এই সার্ভারটি অন্য সার্ভার এর মতই।

ফ্রী ফায়ার তাইওয়ান সার্ভারঃ

তুরস্কদের জন্য এই সার্ভারটি প্রোভাইড করা হয়েছে। আপনি জেনে খুশি হবেন যে এই সার্ভারের ডায়মন্ডের দাম অন্যান্য সার্ভারের তুলনায় একটু কম। লাকি সার্ভারের মতো এই সার্ভার এর মধ্যেও আপনি নতুন নতুন ও দারুন সকল ইভেন্ট পেয়ে যাবেন।

ফ্রী ফায়ার রাশিয়া সার্ভারঃ

ফ্রী ফায়ার রাশিয়ার সার্ভারটি অন্য আর দশটি সার্ভার এর মতই সাধারণ শুধুমাত্র রাশিয়ান ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য এ সার্ভার প্রোভাইড করা হয়েছে।

ফ্রী ফায়ার ইউরোপ সার্ভারঃ

ইউরোপের প্রায় সব কটি দেশের জন্যই ইউরোপ সার্ভারটি প্রকাশ করেছে গেরিনা ফ্রী ফায়ার। আপনি যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এই সার্ভার এর মধ্যে ডায়মন্ডের দাম অন্যান্য সার্ভার থেকে তুলনামূলকভাবে অনেকটাই বেশি। তবে এই সার্ভারের মধ্যেও অন্য ছাগলের মতো দারুণ দারুণ ইভেন্ট আসে।

ফ্রী ফায়ার ইন্দোনেশিয়া সার্ভারঃ

আমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলে থাকি এর মধ্যে খেয়াল করে দেখব যে ইন্দোনেশিয়া সার্ভার টি সবচেয়ে জনপ্রিয় সার্ভার। এ সার্ভারটি এত জনপ্রিয়তা পাওয়ার কারণ হচ্ছে এই সার্ভারে এমন সব ইভেন্ট আসে ও এমন কিছু আইটেম ফিতে দেওয়া হয় যা অন্যান্য সার্ভারে কল্পনাও করা যায় না। বিভিন্ন সোর্সের রিসার্চ করতে গিয়ে দেখেছি বাংলাদেশী ইন্ডিয়ার অনেক ফ্রী ফায়ার প্লেয়াররা এই সার্ভার একাউন্ট তৈরি করে গেমটি খেলে থাকেন।

ফ্রী ফায়ার মালয়েশিয়া সার্ভারঃ

সিঙ্গাপুর ইন্দোনেশিয়া সার্ভার এর মত অতটা জনপ্রিয় নয় মালয়েশিয়া সার্ভার। অন্য আর দশটা সাধারণ সার্ভারের মতো এই সার্ভারটি। তবে ভিয়েতনাম ও সিঙ্গাপুর সার্ভার এর সাথে এই সার্ভারের অনেকটাই সামঞ্জস্য পাওয়া যায়।

ফ্রী ফায়ার ভিয়েতনাম সার্ভারঃ

অন্য আট দশটা সাধারণ সার্ভারের মতোই ফ্রি ফায়ার ভিয়েতনাম সার্ভারটি। তবে আপনি খেয়াল করলে দেখবেন যে এই সার্ভারটি মালয়েশিয়া ও সিঙ্গাপুর সার্ভার এর সাথে অনেক বেশি সামঞ্জস্য রয়েছে।

ফ্রী ফায়ার সিঙ্গাপুর সার্ভারঃ

যদি ফ্রী ফায়ার সার্ভার কথা বলা হয় তাহলে বলতে হবে সবচেয়ে পুরাতন সার্ভার হলো সিঙ্গাপুর সার্ভারটি। এটিকে ফ্রি ফায়ার গেমের হোমগ্রাউন্ডও বলা হয়। সবচেয়ে বড় মজার ব্যাপার হলো যে কোন দেশ থেকে যদি নির্দিষ্ট কোন সার্ভার যুক্ত করা না হয় তাহলে ডিফল্টভাবে সিঙ্গাপুর সার্ভার থেকে অটোমেটিক্যালি একটা আইডি তৈরি হয়ে যায়। এ সার্ভারটি পুরাতন বিদায় এর জনপ্রিয়তা অনেক। তবে খেয়াল করে দেখবেন যে অনেক ভালো ভালো ইভেন্ট সার্ভারে অনেক সময় আসে।

FAQs

প্রশ্নঃ ফ্রি ফায়ারের ডিফল্ট সার্ভার কোনটি?

সিংগাপুর সার্ভারকে ফ্রি ফায়ারে ডিফল্ট সার্ভার হিসাবে ধরা হয়ে থাকে।

প্রশ্নঃ ফ্রি ফায়ারে সর্বমোট কতটি সার্ভার রয়েছে?

ফ্রি ফায়ারে প্রায় সর্বমোট ১৪ টি সার্ভার রয়েছে এবং সার্ভার সংখ্যা ধীরে ধীরে বাড়ছে।

প্রশ্নঃ ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সার্ভার কোনটি?

ফ্রি ফায়ারের সবচেয়ে বড় সার্ভার হলো ইন্ডিয়া সার্ভার। এই সার্ভারে অন্য সকল সার্ভারের চেয়ে অনেক বেশী খেলোয়াড় রয়েছে।

প্রশ্নঃ অন্য সার্ভারে কিভাবে অ্যাকাউন্ট তৈরি করা যায়?

ভিপিএন এর সাহায্যে অন্য সার্ভারে ফ্রি ফায়ার অ্যাকাউন্ট তৈরি করা যায়।

প্রশ্নঃ ফ্রি ফায়ারে সেরা সার্ভার কোনটি?

ইন্দোনেশীয়া সার্ভার ফ্রি ফায়ারে সেরা সার্ভার।

প্রশ্নঃঅন্য সার্ভারে কি ফ্রি ফায়ার আইডি ট্রান্সফার করা যায়?

না। সাধারণ কোন ইউজার অন্য সার্ভারে আইডি ট্রান্সফার করতে পারে না।

শেষ কথাঃ

এই ছিল আমাদের আজকের টিউন। আশা করছি ফ্রি ফায়ার সার্ভার লিস্ট নিয়ে লেখা এই টিউনটি আপনি উপভোগ করেছে। ফ্রি ফায়ার সার্ভার নিয়ে আরো কিছু জানতে ভিজিট করতে পারেন ফ্রি ফায়ার অফিশিয়াল ওয়েবসাইটে।

টিউনটি নিয়ে যেকোন মতামত জানাতে কমেন্ট করুন এবং সম্ভব হলে টিউনটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করুন। ধন্যবাদ এতক্ষণ সাথে থেকে টিউনটি পড়ার জন্য।

About the author

raselhsm

Leave a Comment