Uncategorized

ফ্রি ফায়ার গেম ডাউনলোড হচ্ছে না কেন?

Written by raselhsm
Downloading Problem of Free fire

আমাদের মধ্যে এমন অনেকে আছেন যারা ফ্রি ফায়ার গেমটি ডাউনলোড করতে গিয়ে সমস্যার সম্মুখীন হচ্ছেন। অথবা আপনি অলরেডি একজন ফ্রী ফায়ার প্লেয়ার কোন কারনে গেমটি আনইন্সটল করতে হয়েছে বা আপনার ফোনটি রিস্টার্ট দিয়েছেন কিন্তু পুনরায় ফ্রী ফায়ার গেমটি ডাউনলোড করতে পারছেন না। আজকের আর্টিকেলে আলোচনা করব কেন আপনার ফোনে ফ্রী ফায়ার গেমটি ডাউনলোড হচ্ছে না এবং কিভাবে খুব সহজে ফ্রী ফায়ার গেমটি ডাউনলোড করতে পারবেন। আপনাদের সমস্যার সমাধানের জন্যই আমরা আপনাদের জন্য আর্টিকেল উপহার দিয়ে থাকি। আজকেও চেষ্টা করব খুব সহজ সমাধানের মাধ্যমে ফ্রি ফায়ার গেম ডাউনলোড এর সমস্যার সমাধান করতে।

প্রথম ধাপঃ

যদি আপনার ফোনে প্লে স্টোর অ্যাপটি সমস্যা থাকে তাহলে শুধুমাত্র ফ্রী ফায়ার গেম নয় আরো অন্যান্য অ্যাপ ডাউনলোড করতেও সমস্যার সম্মুখীন হবেন। মাঝে মাঝে গুগল একাউন্টের কারনে সমস্যা হয়ে থাকে। আবার মাঝে মাঝে গুগল প্লে স্টোরে হয়তো ভুলবশত কোন পারমিশন না দিয়ে থাকতেও পারেন। আবার অনেক সময় ইন্টারনেট কানেকশনের কারণেও অ্যাপস ডাউনলোডের সমস্যার সম্মুখীন হয়ে থাকতে পারেন। প্রথম ধাপে আলোচনা করব প্লে স্টোরে সমস্যার সমাধান নিয়ে।

আপনার ফোন থেকে সরাসরি চলে যান হোম পেজে যেখানে আপনার play store অ্যাপটি রয়েছে। অথবা যেখানেই প্লে স্টোর অ্যাপটি থাকুক না কেন সেখানে গিয়ে সরাসরি অ্যাপের মধ্যে প্রবেশ করবেন না। অ্যাপটির উপরে প্রেস করে ধরে রাখুন। তারপর দেখবেন কয়েকটি অপশন আসছে। এর মধ্যে app info নামক একটি অপশন আছে সেখানে ক্লিক করুন। এই অপশনটিতে ঢোকার পর কয়েকটা ধাপের মাধ্যমে আপনার সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আগেই বলে রাখি একেকজনের ফোন একেক ভার্সন হতে পারে। আমার ফোনটা যেহেতু ভার্সন ১২। তাই এটি দিয়েই দেখাচ্ছি।

App info নামক অপশনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পারমিশন নামক একটি অপশন রয়েছে। এই পারমিশন অপশনটিতে ক্লিক করে প্রবেশ করুন আর চেক করে দেখে নিন কোন অপশনের পারমিশন দেয়া বাকি আছে কিনা। যদি কোন অপশন পারমিশন দেয়া বাকি থাকে তাহলে সেগুলোকে অ্যালাও করে নিন। নিশ্চিত হয়ে নিন সবার নিচে লেখা আসবে No Permission Denied। এটা নিশ্চিত হওয়ার পর পুনরায় পিছনে ফিরে আসেন।

তারপর আরেকটি Storage Usage নামক অপশন দেখতে পাবেন। আমি আবারো বলে রাখি এক একজনের ফোনের ভার্সন অনুযায়ী এই অপশনটি এক এক জায়গায় দেখাতে পারে তাই আমি নাম মেনশন করে বুঝিয়ে দিলাম। Storage Usage অপশন এ ক্লিক করার পর দেখতে পারবেন ক্লিয়ার ক্যাশ এবং ক্লিয়ার ডাটা নামক দুইটা অপশন আপনি সরাসরি ক্লিয়ার ডাটা তে ক্লিক করে আপনার ডাটা গুলো ক্লিয়ার করে নিন। নিশ্চিত হয়ে নিন আপনার ক্যাশ এবং ডাটা 0 B দেখাবে।

দ্বিতীয় ধাপঃ

এখন প্লে স্টোরে এসে চেষ্টা করতে পারেন ফ্রী ফায়ার গেমটি ডাউনলোড হচ্ছে কিনা। যদি এবার ও ফ্রী ফায়ার পাশাপাশি অন্যান্য অ্যাপ ডাউনলোড না হয় আর আপনার যদি মনে হয় আপনার গুগল একাউন্টটিতে সমস্যা আছে। তাহলে মনে করি আপনার গুগল একাউন্টটি পরিবর্তন করে নেন। কিভাবে একটি নতুন গুগল একাউন্ট তৈরি করবেন বা আরেকটি গুগল একাউন্ট লগইন করবেন তার জন্য প্লে স্টোরে প্রবেশ করুন। প্রবেশ করার পর প্লেস্টোরের উপরে ডান পাশে দেখতে পাবেন আপনার যদি প্রোফাইল পিকচার দেওয়া থাকে প্রোফাইল পিকচার না হলে একটা বৃত্তাকার আইকন। ঐ আইকনে ক্লিক করার পর দেখতে পাবেন অ্যাড অ্যানাদার একাউন্ট নামক একটি অপশন। সেখানে ক্লিক করলে চাইলে আপনি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন নয়তো আপনার যদি আরো কোন গুগল একাউন্ট থেকে থাকে সেটিও লগইন করতে পারেন। আপনি যদি না জানেন কিভাবে একটা নতুন গুগল একাউন্ট তৈরি করতে হয় তাহলে ইউটিউব অথবা গুগলে গিয়ে লিখতে পারেন “কিভাবে গুগল একাউন্ট তৈরি করতে হয়”। গুগল বা ইউটিউবে এরকম অসংখ্য কনটেন্ট রয়েছে। সেখান থেকে দেখে নতুন করে একটি গুগল একাউন্ট তৈরি করতে পারেন।

তৃতীয় ধাপঃ

প্লে স্টোরে অন্য আরেকটি নতুন google একাউন্ট login করার পর চলে আসুন প্লে স্টোরের হোমপেজে। এবার সার্চ বক্সে গিয়ে ফ্রি ফায়ার গেম লিখে সার্চ করুন। তারপর ইন্সটল করার চেষ্টা করুন। যদি তারপরও ফ্রী ফায়ার গেম পাশাপাশি অন্যান্য গেম ডাউনলোড করতে সমস্যা হয় তাহলে প্লে স্টোরে হোমপেজের উপরে ডান পাশের আইকনে ক্লিক করে Manage app & Device অপসনে ক্লিক করে Update Apps অপশনে ঢুকে গুগল প্লে সার্ভিস নামক একটি অ্যাপ পেয়ে যাবেন সেটিকে আপডেট নিয়ে দিয়ে নিন। এরপর আশা রাখি কোন সমস্যা হবে না ডাউনলোড জনিত কোন ব্যাপারে।

শেষ ধাপঃ

উপরের সবগুলো নির্দেশনা করার পরেও যদি আপনি ফ্রী ফায়ার ডাউনলোড করতে না পারেন বা অন্যান্য অ্যাপ ডাউনলোড করতে না পারেন তাহলে আপনার ফোনের মধ্যে একটি ফোন বুস্টার অ্যাপ ব্যবহার করতে পারেন যেটির মাধ্যমে সব সময় আপনি আপনার ফোন মেমোরিকে পাশাপাশি রেমকে পরিষ্কার রাখতে পারবেন। এবং সর্বশেষ প্রচেষ্টা হচ্ছে এসব করার পর আপনার ফোনটি বন্ধ করে আবার চালু করবেন। এতগুলো প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাওয়ার পর আশা রাখা যায় প্লেস্টোরে আর কোন সমস্যা করবে না।

আর যদি তাও আপনি ফ্রি ফায়ার গেমটি ইন্সটল করতে না পারেন তাহলে হয়তো আপনার ফোনটি পুরনো ভার্সনের। আপনার ফোন থেকে আপনার ফোনের মডেল অনুযায়ী অ্যান্ড্রয়েড ভার্সনটি আপডেট করে নিন। আশা রাখি এখন আপনি চাইলেই ফ্রী ফায়ার বা ফ্রি ফায়ার ম্যাক্স ডাউনলোড করতে পারেন। সর্বাবস্থায় ব্যর্থ হলে আমাদের ওয়েবসাইটের মধ্যে ফ্রী ফায়ার ও ফ্রি ফায়ার ম্যাক্স এর আপডেট ভার্সন রয়েছে চাইলেই ডাউনলোড করে রাখতে পারেন। ডাউনলোড করতে ফ্রী ফায়ার ও ফ্রি ফায়ার ম্যাক্স পাশাপাশি অন্যান্য ফ্রী ফায়ার এসেট নিচের লিঙ্কে ক্লিক করুন।

About the author

raselhsm

Leave a Comment