আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই। আশা করি সবাই ভাল আছেন। আমাদের মধ্যে এমন অনেক ফ্রী ফায়ার প্লেয়ার আছেন যারা ফ্রী ফায়ার খেলার সময় অনেক সমস্যা সম্মুখীন হয়ে থাকেন। এবং মনে মনে ভেবে থাকেন কি করলে যে একটু ভালোভাবে খেলতে পারব? আমরা অনেকেই ফ্রি ফায়ার খেলার সময় অনেক ধরনের ভিপিএন ব্যবহার করে থাকি। নতুন বা পুরাতন আমরা সবাই হয়তো ভিপিএন ব্যবহার করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়ে থাকি। পুরাতন ফ্রী ফায়ার প্লেয়ার হওয়ার পরও হয়তো আমরা জানিনা কোন ভিপিএন টি আপনার আমার জন্য ভালো বা কোন ভিপিএন টি আমাদেরকে ভালো সার্ভিস দেবে। আর যদি ফ্রি ফায়ার গেমের মধ্যে আপনি নতুন হয়ে থাকেন তাহলে তো আপনার কোন জ্ঞানই থাকবেনা কোন ভিপিএন টি আপনার ব্যবহার করা উচিত। আজকের আর্টিকেলে আমি আপনাদের সাথে আলোচনা করবো কোন ভিপিএন টি আপনার জন্য ভালো হবে।
কটা কথা মাথায় রাখবেন শুধুমাত্র ভিপিএন এর মাধ্যমে ফ্রি ফায়ার গেমে ভালো পারফর্মেন্স করা যাবে না। আর ভালো পারর্ফমেন্স পাওয়ার জন্য অবশ্যই একটি ভালো ব্র্যান্ডের স্মার্টফোন দরকার। ব্যান্ডের কথা বলছি এই কারণে, কারণ ভালো ব্র্যান্ডের মোবাইল গুলো সব সময় ভালো ধরনের সার্ভিস দিয়ে থাকে আর যেরকম রেম রোম থাকে সেই ভাবেই সার্ভিসগুলো দিয়ে থাকে। আমাদের পক্ষ থেকে পরামর্শ থাকবে কমপক্ষে 4 জিবি রেম ওলা স্মার্টফোন হাতে নিন। যদি এর থেকে বেশি রেম বিশিষ্ট ফোন আপনি ব্যবহার করে থাকেন তাহলে কোন চিন্তা নেই।
আর ভিপিএন ব্যবহার করার পূর্বশর্ত হলো মোবাইলের মধ্যে অতিরিক্ত অ্যাপস ইনস্টল না করা। যদি আপনার ফোনে অনলাইন ভিত্তিক অতিরিক্ত অ্যাপস গুলো ইন্সটল করা থাকে তাহলে ভিপিএন যখন আপনি কানেক্ট করবেন তখন ফ্রি ফায়ার খেলার সময় পারফরম্যান্স অতটা ভাল পাবেন না।
যতই দিন যাচ্ছে ফ্রী ফায়ার গেম ততই আপডেট হচ্ছে আর আপডেটের সাথে সাথে বিভিন্ন ভিপিএন গুলো এখন আর কাজ করছে না। আজকের আর্টিকেল এর মধ্যে এমন কিছু সংখ্যক বিপিএল নিয়ে আলোচনা করবো যেগুলো আপনি সবসময় একইরকম পারফরম্যান্স পাবেন ও ব্যবহার করতে পারবেন।
ভিপিএন গুলো সম্পর্কে পরামর্শ দেওয়ার আগে আপনাদেরকে একটি পরামর্শ দেওয়া থাকবে আপনার মোবাইলের মধ্যে একটি অ্যাপস ডাউনলোড করুন। অ্যাপস টি হল Fast।আপনারা প্লে স্টোরে গিয়ে Fast লিখলেই প্রথমে যেই অ্যাপসটি দেখতে পাবেন সেই অ্যাপস টি ডাউনলোড করে নিন। Fast অ্যাপটি মূলত ব্যবহৃত হয় ইন্টারনেটের স্পিড পরীক্ষা করার জন্য। আপনার সিম অথবা ওয়াইফাই ব্রডব্যান্ডের স্পিড কতটুকু আছে সেই স্পিড দেখতে পারবেন এই অ্যাপের মাধ্যমে। তাই প্রথমেই অ্যাপটি ডাউনলোড করে নিন।
Super VPN:
আমাদের লিস্টের নাম্বার ওয়ান ভিপিএন হিসেবে থাকবে Super VPN। বর্তমানে ফ্রী ফায়ার প্লেয়ারদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভিপিএন সেটি হল Super VPN। এই ভিপিএন ব্যবহার করার সময় আপনি দেখবেন যে কোন দেশ থেকেই আপনি ভালো একটি ইন্টারনেট স্পিড পারফরম্যান্স পাবেন। এই ভিপিএন টি কানেক্ট করার আগে ফাস্ট অ্যাপের মধ্যে গিয়ে ইন্টারনেট স্পিড দেখুন তারপর ভিপিএন কানেক্ট করার পরে দেখবেন যে আগের তুলনায় অনেক ভালোই স্পিড পাচ্ছেন।
Sky VPN:
আমাদের লিস্টের দ্বিতীয় নাম্বারে রয়েছে Sky VPN। আপনি যখন প্লে স্টোরে গিয়ে এই ভিপিএন টি ডাউনলোড করবেন ডাউনলোড করার আগে চেক করে দেখে নিবেন এর রিভিউগুলো। এই অ্যাপটির স্ক্রিনশটগুলো চেক করলে দেখা যাবে যে এরা আপনার প্রাইভেসি খুব ভালোভাবে মেইনটেন করে। এই অফার ডেভলপাররা কয়েকটি কাজের উপর ভিত্তি করে এটি ডেভেলপ করেছে এর মধ্যে গেমস অন্যতম। তাই আপনি একজন ফ্রী ফায়ার প্লেয়ার হিসেবে এই ভিপিএন অ্যাপটি আপনার বিবেচনায় রাখতে পারেন।
Touch VPN:
আমাদের ফ্রী ফায়ার প্লেয়ার কমিটির মধ্যে অনেকেরই এই Touch VPN টা নিয়ে অনেক রিভিউ রয়েছে। যদিও এই ভিপিএন টা কানেক্ট করার আগে ফ্রি ফায়ারে কিছু সেটিং করে নিতে হয়। যদি ভিপিএন সম্পর্কে আমাদের কাছ থেকে কোন রিভিউ চান তাহলে বলব এই ভিপিএন ভালো ভিপিএন গুলোর মধ্য ভালো। আপনি চাইলে এই ভিপিএন সফটওয়্যারটি আপনার মোবাইলের মধ্যে ডাউনলোড করে রাখতে পারেন। ফ্রী ফায়ার আপডেটের পর এই অ্যাপটি সবচেয়ে বেশি ডাউনলোড হয়েছে এবং এটির ইন্টারনেটের স্পিডও খুব ভালো পাওয়া যায়। ভাবছেন কীভাবে সেটিংস করবেন এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই। ইউটিউবে এরকম অনেক ভিডিও রয়েছে আপনারা সেই টিউটোরিয়াল গুলো দেখে সেটিংস করে নিতে পারবেন। সেটিংস করার পর আপনি যে সার্ভার থেকে সবচেয়ে ভালো স্পীড পাবেন সেটি হল সিঙ্গাপুর সার্ভার।
X VPN:
ফ্রী ফায়ার প্লেয়ারদের জন্য যখন ভালো ভিপিএন রিসার্চ করতে গিয়েছিলাম গুগোল এবং ইউটিউবে। ইউটিউব এর মধ্যে এমন কিছু সংখ্যক ইউটিউবার রয়েছেন যারা এই X VPN টি কে খুব ভালোভাবে প্রমোট করেছেন। কয়েকটা ভিডিওতে দেখলাম যে অনেক ফ্রী ফায়ার প্লেয়ার রা এই ভিপিএন ইউজ করে খুব ভালো ইন্টারনেট স্পিড পাচ্ছেন। আপনারা চাইলে প্লে স্টোরে গিয়ে এই অ্যাপটির ডাউনলোড ও রিভিউ চেক করে নিতে পারেন। আমরা নিজেরাই এই অ্যাপটি চেক করে দেখি নি তবে প্লেয়ারদের রিভিউ দেখে যত টুকু বলতে পারি এই X VPN টি আপনার জন্য ভালই হবে।
XY VPN:
যদিও এই XY VPN টি সবার শেষে তুলে ধরলাম কিন্তু আপনাদেরকে বলে রাখছি এই ভিপিএন টি আপনাদের জন্য অনেক ভালো হবে। কারণ আমরা যখন ফ্রী ফায়ার প্লেয়ারদের জন্য ভালো ভিপিএন এর জন্য রিসার্চ করছিলাম তখন প্লে স্টোরে গিয়ে দেখি এই অ্যাপটির রিভিউ ও রেটিংস এত ভাল যা অন্যান্য অ্যাপের মধ্যে দেখতে পাইনি। তবে অন্যান্য ভিপিএন গুলোর মত এই ভিপিএন কানেক্ট করার আগে আপনাকে কিছু সেটিংস করে নিতে হবে। সেটিংস করার জন্য আপনার চাইলে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে সেখান থেকে সাহায্য নিতে পারেন।
শেষ কথাঃ
আপনাদের উদ্দেশ্য একটাই কথা বলতে চাই আমরা ফ্রী ফায়ার প্লেয়ারদের জন্য যে ভিপিএন গুলো সিলেক্ট করেছি, সেই ভিপিএন গুলো ভালোভাবে পর্যবেক্ষণ করে আপনাদের সামনে তুলে ধরেছি। সুতরাং আপনি একজন ফ্রী ফায়ার প্লেয়ার হিসেবে সবগুলো ভিপিএন নিয়ে আপনার মোবাইলে রাখতে পারেন যদি একটার স্পিড কম পান তাহলে আরেকটি ব্যবহার করে প্রক্সি নিতে পারেন। তবে একটি বিষয় মাথায় রাখবেন ফ্রি ভিপিএন সার্ভার গুলো যেভাবে স্পিড প্রোভাইড করে তার চেয়ে অত্যাধিক গুনে সার্ভার বেশি স্পিড প্রোভাইড করে পেইড ভিপিএন গুলো।