Uncategorized

কিভাবে ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করব? How To Do Free Fire Dimond TopUp Business?

Written by raselhsm

হ্যালো বন্ধুরা আশা করি সকলেই ভাল আছেন। আজকের আর্টিকেলটা তাদের জন্য যারা ডায়মন্ড বিজনেস করতে আগ্রহী। একেবারেই নতুন কিছুই বোঝেন না তো তাদের আসলে অনেক প্রশ্ন থাকে যে ব্যবসা করতে কি কি লাগে? আমি আজকের টিউনে গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট আপনাদের শেয়ার করবো যা ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিজনেস করতে গেলে যে বিষয়গুলো লাগে এবং আপনাদের কমন প্রশ্নগুলোঃ

ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা

  1. একটি মোবাইল ও ইন্টারনেট কানেকশন
  2. গেরিনা একাউন্ট
  3. সেল
  4. লাভ কেমন হবে
  5. অ্যাকাউন্ট কি ভেরিফাইড?
  6. একাউন্ট কি নষ্ট হবে

ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা

দিন যতই যাচ্ছে সবাই আস্তে আস্তে ব্যবসার দিকে মনোযোগ দিচ্ছে। বিশেষ করে অনলাইন ব্যবসার দিকে। আর তাদের মধ্যে ফ্রী ফায়ার ডায়মন্ড পাব ব্যবসাটি হলো অন্যতম। আর আজকের এই আর্টিকেলের মধ্যে আপনাদেরকে আমি পরিপূর্ণভাবে বুঝিয়ে দিব ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করতে কি কি লাগে। তাহলে চলুন শুরু করা যাক।

ডায়মন্ড টপ আপ ব্যবসা করার জন্য আপনাকে অবশ্যই ভিসা মাস্টার কার্ড প্রয়োজন হবে ডলার যদি আপনি  করতে পারেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডায়মন্ড ক্রয় করে একজন কাস্টমারকে দিতে পারবেন না ।

ডায়মন্ড টপ আপ ব্যবসা করার জন্য অবশ্যই আপনার উপরের উত্তর জিনিসগুলো প্রয়োজন হবে এবং পাশাপাশি আপনার অবশ্যই অডিয়েন্স সংখ্যা বাড়াতে থাকতে হবে । আপনার যদি ফ্রী ফায়ার গেমস খেলার আগ্রহ বেশি থাকে এবং আপনার বন্ধু বান্ধব থাকে বেশি যারা টাকা খরচ করবে। এমন বন্ধুদের সাথে নিয়ে আপনি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসাটি করতে পারেন ।

ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ বিজনেস করার জন্য প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে সাতটি বিষয় আমি বললাম এটা কিন্তু ইউআইডি টপ-আপ অর্থাৎ গেমের যে একটা ইউআইডি টপ আপ থাকে ওই ইউআইডিটা টপ আপ দিয়ে এই কাজগুলো করতে পারবেন। এখানে যদি আবার মনে করেন যে ইনগেম টপ লেভেল আপ পাস এয়ারড্রপ ইনগেম টপ আপ তো বোঝেন। আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু এটা করা যাবে না এটা জাস্ট গেমের যে ইউআইডি টপ আপ টা থাকে সেটা দিয়ে আপনি তিনটা কাজ করতে পারবেন।যেমনঃ

  1. ডায়মন্ড টপ আপ
  2. উইকলি মেম্বারশিপ ফি
  3. মান্থলি মেম্বারশিপ ফি ।

এই তিনটা কাজ আপনি করতে পারবেন অন্যথায় কিন্তু আর কোন কাজ করতে পারবেন না আশা করি আর এখানে আপনাদের কোন প্রশ্ন থাকবে না…। ওকে!!!

১। একটি মোবাইল ইন্টারনেট কানেকশনঃ

আপনি যদি ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ ব্যবসা করতে চান তাহলে অবশ্যই আপনার একটি এন্ড্রয়েড মোবাইল ফোন থাকতে হবে। আর ইন্টারনেট কানেকশন বলতে আপনার বাসায় ওয়াইফাই থাকলে ভাল আর না থাকলে ফোনের সিমের মধ্যে ডাটা কিনে নিবেন। এই ফ্রি ফায়ার ডায়মন্ড টপ আপ এর ব্যবসা করতে পিসি থাকা টা জুরুরি না।

২। গেরিনা একাউন্টঃ

এখন তিনটা কাজ করার জন্য প্রথমত আপনার একটা গেরিনা একাউন্ট কিনে নিতে হবে। অ্যাকাউন্ট আপনি কোথায় কিনবেন? যদি আপনার পরিচিত কেউ থাকে সেখান থেকে কিনতে পারেন অথবা আপনার পরিচিত কেউ যদি মালয়েশিয়া থাকে একটা মানুষের নাম্বার দিও খুলে নিতে পারেন। সেটা আপনার এভেলেবেল ভিডিও ইউটিউবে আছে দেখে দেখে খুলে নিতে পারেন আর যদি একেবারে কেউ না থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে? আমরাও গেরিনা একাউন্ট সেল দিয়ে থাকি।

৩।সেলঃ

সেল টা কি? সেলটা হচ্ছে আপনার টপ আপ করার মেইন উৎস। গেরিনা একাউন্ট কিনার পরে এই সেলটা হচ্ছে গেরিনা একাউন্ট এর মধ্যে লোড করতে হয়। আপনার সেলের পরিমাণ টা কেমন হয়? সেলের পরিমাণটা বিভিন্ন রকম হতে পারে 200 বা 300 সেল ঠিক আছে? এখন আমার প্রশ্ন আসতে পারে যে কত সেলে কত ডায়মন্ড? সেটা কিন্তু আপনি যখন আপনার এই গেরিনা একাউন্ট টা তে লগইন করবেন তখনই দেখতে পারবেন যে 50 সেন্ট সমান সমান 100 ডায়মন্ড।

৪। কেমন লাভ হবেঃ

কেমন লাভ হবে যখন এই বিষয়টি আপনার মাথায় আসবে তখন আপনাকে চিন্তা করতে হবে আপনি কোন দেশ থেকে অ্যাকাউন্ট খুলবেন। এখন মূলত দুই দেশ থেকে খোলা যায় মালয়েশিয়া থেকে একাউন্ট খোলা যায় এবং সিঙ্গাপুর থেকে একাউন্ট খোলা যায়। ভুলেও সিঙ্গাপুর থেকে একাউন্ট খুলতে যাবেন না কারণ সিঙ্গাপুর একাউন্ট থেকে সেল কিনতে গেলে আপনার তুলনামূলকভাবে পে বেশি করতে হবে। সেজন্য আপনাকে মালয়েশিয়ান একাউন্ট করতে হবে যদি আপনার কোন আত্মীয় বা পরিবারের কেউ পাশে থাকে তাদের দ্বারা আপনি একটি অ্যাকাউন্ট খুলে নিতে পারেন।

একাউন্ট খোলার পর আপনি দুই ধরনের প্যাকেজ তৈরি করে ব্যবসা করতে পারেন। যেমন প্রথমতঃ সরাসরি ডায়মন্ড টপ আপ প্যাকেজ দ্বিতীয়তঃ উইকলি ওমানলি মেম্বারশিপ প্যাকেজ তৈরি করে। প্যাকেজ ভিত্তিক ডায়মন্ড টপ আপ গুলোতে আপনার লাভ হতে পারে ৯-১২ টাকা, উইকলি প্যাকেজে লাভ হতে পারে ১৮-২৫ টাকা ও মান্থলি প্যাকেজে লাভ হতে পারে ৩০-৪০ টাকা।

৫। একাউন্ট ভেরিফাই কিনাঃ

একটা মালয়েশিয়ান একটা ভেরিফাই একাউন্ট থাকতে হবে। তবে এখানে প্রশ্ন আছে সেটা হচ্ছে গেরিনা একাউন্ট কেনার পর আপনি জাস্ট পাসওয়ার্ড টা চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু আর কোনো প্রবলেম নেই। এটা মালয়েশিয়া না কি অলটাইম নাম্বার ধারা খোলা হয়। অনেকে মনে করেন যে এটা ব্যক্তিগত কোন নাম্বার কিনা ব্যক্তিগত নাম্বার হলে তো আবার পাসওয়ার্ড চেঞ্জ করে আবার জিমেইলে সবকিছু চেঞ্জ করে নেওয়া যাবে। এরকম তো অনেকের ধারণা আসলে কিন্তু বিষয়টা তা না । ব্যপার টা হচ্ছে এটা সম্পূর্ণ মালয়েশিয়ান একটা ভেরিফাই একাউন্ট এবং এটা খোলা হয় ওয়ান টাইম নাম্বার দিয়ে যে নাম্বার অস্তিত্ব একবার এরপর আর কখনোই খুঁজে পাওয়া সম্ভব না। তাই গেরিনা একাউন্ট যারা কিনেন যেখান থেকেই কিনেন বিষয়টা একটু সেনসিটিভ।

আমরা যেভাবে আপনাকে ডিরেকশন দিব ওইভাবে কাজগুলো করতে হবে নিজ থেকে উল্টা-পাল্টা ভাবে যেন কোনো কাজ না করেন। ঠিক আছে উল্টোপাল্টা ভাবে বলতে ধরেন গেরিনা একাউন্ট পাসওয়ার্ড চেঞ্জ করতে যেয়ে অনেকে উল্টাপাল্টা অপশন ক্লিক করে ফেলেন। জাস্ট পাসওয়ার্ড কিভাবে চেঞ্জ করতে হয় ওইটা তো আমরা দেখিয়ে দেব। সে ক্ষেত্রে শুধু আপনি নিজ দায়িত্বে পাসওয়ার্ডটা চেঞ্জ করবেন অন্য কোন অপশন এ যেন ভুল করে হাত না লাগে। এটা একদম সহজ একটা কাজ আপনি দেখলেই বুঝতে পারবেন যে কিভাবে পাসওয়ার্ড চেঞ্জ করতে হয়।

এখন যদি আপনি একবার পাসওয়ার্ডটা চেঞ্জ করেন এরপর কিন্তু ওই অ্যাকাউন্টটা কোন সমস্যা বা কোন প্রবলেম হওয়ার কোন সম্ভাবনা নাই। একাউন্টে কিন্তু ১০০% সুরক্ষিত হয়ে যাবে এবং একাউন্টে কিন্তু পার্মানেন্টলি আপনার হয়ে যাবে। এখন আবার প্রশ্ন আসতে পারে ভাই একাউন্ট এর মেয়াদ থাকবে কতদিন? মেয়াদ হল যতদিন ফ্রি ফায়ার থাকবে ততদিন থাকবে। এবার আপনি চিন্তা করেন যে ফ্রী ফায়ার কতদিন থাকবে আর এটা কতদিন ব্যবহার করতে পারবেন।

৬।একাউন্ট কি নষ্ট হবেঃ

অ্যাকাউন্ট নষ্ট হবে যে বললাম পাসওয়ার্ড চেঞ্জ করতে যেয়ে উল্টাপাল্টা কাজ করা ছাড়া একাউন্ট নষ্ট হবে না। জাস্ট একবার পাসওয়ার্ড চেঞ্জ করে নিল ঐখানে আর আপনার কখনও ঢোকাও লাগবে না, ওকে?

FAQs

প্রশ্নঃ ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ কি  মোবাইল ব্যাংকিং তথা বিকাশ, রকেট নগদ এর মাধ্যমে পেমেন্ট করা যায়?

উত্তরঃ হ্যা করা যায়। অনেক ওয়েবসাইট রয়েছে বা বিভিন্ন ওয়েবসাইট এর অ্যাপ ভার্সন তথা মোবাইল অ্যাপের মধ্যে বিকাশ রকেট ও নগদ এর মাধ্যমে পেমেন্ট করা যায়। আপনাদের সুবিধার্থে আমরাও সেই কাজটি করেছি আপনারা চাইলে নিচের লিংকে ক্লিক করে ফ্রী ফায়ার ডায়মন্ড টপ আপ করতে পারেন।

প্রশ্নঃ ফ্রি ফায়ার গেম কি বাচ্চাদের জন্য নিরাপদ?

উত্তরঃ প্রতিটি বাবা-মায়েরই উচিত সন্তানদেরকে নিরাপদ নিরাপত্তা প্রদান করা। ফ্রী ফায়ার গেমের ডেভলপাররা নিশ্চিত করেছেন যে এই গেমটি হলো বাচ্চাদের জন্য শতভাগ নিরাপদ।এই গেমের মধ্যে এমন কোনো অশ্লীল কিছু নেই যা দেখলে বাচ্চাদের মস্তিষ্ক নষ্ট হয়ে যাবে।

About the author

raselhsm

Leave a Comment